Tuesday, 13 November 2018

শিলা লিপি - তন্ময়



সাজিয়ে পাথর নানারকম 
যতই উঠি ওপর দিক
পিছন দিকে তাকিয়ে দেখি
নিস্পৃহ এক শিবালিক।।




তারা লক্ষ্যে অবিচল     
করছে খেলা তোমার    
    চির খেলার ফলাফল,
তুমি লক্ষ্যে অবিচল।।  



গোড়ায় যার পাষাণ সম বাধা 
সে কি করে এত রঙিন হল
তার ভেতরে প্রাণের এত আশা
ধাঁধার মধ্যে বৃহত্তম ধাঁধা।

1 comment: